বেনাপোলে ১৫টি স্বর্ণের বারসহ আটক-১

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোলে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক বাইসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর-পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি হলেন- বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর পুটখালি সড়ক দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশি করে সিটের নিচ থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা।
স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.