বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-খুলনা-মোংলাগামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় দুই কেজি ৭৬০ গ্রাম কোকেন এবং এক কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গতকাল রবিবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হেরোইনের চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি এর অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি‘র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোল রেল স্টেশনে বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ট্রেনের মধ্যে সন্দেহভাজন একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে এক কোটি ৩৮ লাখ টাকা মূল্যের কোকেন ও ৩৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য এক কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.