বেনাপোলে বিপুল পরিমাণ মার্কিন ডলারসহ আটক-২

যশোর প্রতিনিধি: ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন: মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট এলাকার সাগর হোসেন (পাসপোর্ট নং এ-০২৯৯০৭৪৮) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (পাসপোর্ট নং এ-০২৯০৮২৪৮)।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদে জানা যায় ভারত থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে বাংলাদেশে আসছে দুই যাত্রী। এ খবরে চেকপোস্ট কাস্টমস এলাকা নজরদারিতে রাখা হয়। 
বিকালের দিকে ভারত থেকে ওই দুই বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী কাস্টমস তল্লাশি কেন্দ্র পার হয়ে গ্রীন চ্যানেল অতিক্রম করলে তাদের গতিরোধ করা হয়। প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে তাদের কাছে কোন বৈদেশিক মুদ্রা নেই বলে অস্বীকার করেন তারা।
এরপর তাদের চ্যালেঞ্জ করে ল্যাগেজ ও দেহ তল্লাশি করলে বিশেষভাবে রাখা এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। যার পরিমাণ বাংলাদেশি টাকায় এক কোটি ৮০ হাজার টাকা।
আটক দুজনকে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.