বেনাপোলে বিদেশি মদ-ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার-৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ৭০ বোতল ফেনসিডিল ও ৫ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে বেনাপোল পোর্ট থানার রেলস্টেশন রোডের সামনে থেকে ৩ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়। অপর দিকে ছোট আঁচড়া গ্রামের নতুন থানা ভবনের পেছন থেকে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাদিপুর গ্রামের পল্টু সর্দারের ছেলে মেহেদী হাসান (২১), দিঘীরপাড় গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে গফ্ফার সরদার (৪৩) ও বড় আঁচড়া গ্রামের কাওছার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৪)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ, ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বেনাপোল (যশোর) প্রতিনিধি সোহেল রানা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.