বেনাপোলে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১টি ৭.৬৫ পিস্তল, ২টি ম্যাকজিন ও ১ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার (০৩ জুন) ভোরে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের খলশি বাজার থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন: বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের শ্রী কানায় সরকারের ছেলে শ্রী শঙ্কর কুমার সরকার (২৭) ও একই এলাকার পুটখালী পূর্বপাড়া গ্রামের সাজ্জাত আলীর ছেলে আজিম শেখ (১৯)।
যশোরের শার্শার নাভারণ সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান বিটিসি নিউজকে জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত থেকে অস্ত্রও গুলি এনে সীমান্তে বেচা-কেনা হচ্ছে। পরে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বেনাপোলের খলশি বাজারে অবস্থিত রিপন মিয়া নামে একজনের চায়ের দোকানের ভিতর থেকে সন্দেহভাজন ২ জনকে আটক করে।
এ সময় ঘটনাস্থল থেকে ১টি ৭.৬৫ পিস্তল, ২টি ম্যাকজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর যশোর প্রতিনিধি শফিক ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.