বেঙ্গালুরুর ৪৪টি স্কুলে বোমা হামলার হুমকি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি বিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ইমেইলে এই হুমকি দেওয়া হয়। এতে দাবি করা হয়েছে, স্কুল প্রাঙ্গণে ইতোমধ্যে বিস্ফোরক রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
কর্নাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, ইমেইলের উৎস খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। হুমকিকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। অগ্রাধিকারভিত্তিতে বিষয়টি যাচাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইমেইলে হুমকির বার্তা পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষগুলো পুলিশকে জানিয়েছে। এছাড়া স্কুলে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কি না তা অনুসন্ধান করা হয়েছে। সবগুলো স্কুলে বোমা নিষ্ক্রীয়কারী দলকে পাঠানো হয়েছে।
বেঙ্গালুরুর পুলিশর কমিশনার বি দিয়ানন্দ বলেছেন, যদিও হুমকি ভুয়া বলে মনে হচ্ছে, তবু পুলিশ কোনও ঝুঁকি নিতে রাজি না। অপরাধীকে খুঁজে পেতে সব চেষ্টা করা হবে।
বোমা হামলার হুমকির পর একটি স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের জন্য পরামর্শমূলক বার্তা প্রকাশ করেছে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শুক্রবার অভিভাবকদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
পুলিশ জানিয়েছে, গত বছরও সাতটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তখন সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়েছিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.