বেগম জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার : প্রিন্স

ময়মনসিংহ ব্যুরো: বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার। প্রধানমন্ত্রী গতকাল তাঁর বক্তব্যে সেটাই প্রমাণ করেছেন।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ উত্তর জেলার ধোবাউড়া উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স এ কথা বলেন। ধোবাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে ধাইরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স  বলেন, ‘সরকার বিএনপি ও জিয়া পরিবারকে রাজনীতি ও জনগণ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলেও তা জনগণ ব্যর্থ করে দিয়েছে। জেল-জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, সদস্য শাহ নূরুল কবীর শাহীন, আহমেদ তাইয়্যেবুর রহমান হীরন, অ্যাভোকেট নুরুল হক, হাফেজ আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘সরকারের ব্যর্থতায় দেশবাসীর জান-মাল আজ বিপন্ন। এই সরকার গণতন্ত্র হরণ করে নিয়েছে। দেশের মালিকানা আজ প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে বন্দি।’
‘দেশে নীরব দুর্ভিক্ষ চলছে’ উল্লেখ করে প্রিন্স বলেন, ‘জনগণ মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থার জন্য সরকারই দায়ী। সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।’
প্রিন্স আরও বলেন, ‘সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। ইতোমধ্যেই গণঅভ্যুত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। গণদাবি উপেক্ষা করে সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাইলে তাদের গণঅভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।’
অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন বলেন, ‘জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে। গণজোয়ার দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। বাধা দিয়েও সরকার জনস্রোত ঠেকাতে পারছে না।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ময়মনসিংহ ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম (সাইফুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.