বেগম জিয়ার সঙ্গে দেখা করতে স্থায়ী কমিটির সদস্যরা ‘ফিরোজায়’

ঢাকা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে তার বাসভবন ফিরোজায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আজ বুধবার (২১ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশে দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গেছেন তারা।
এদিন রাত ৮টার  দিকে খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে তার গুলশানের ভাড়া বাসায় এসেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিনা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদুল আজহার দিন কাটান। ঈদুল আজহা উপলক্ষে চেয়ারপারসন একটি গরু ও একটি ছাগল কোরবানি দিয়েছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি দলীয় নেতা-কর্মীসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালনের আহ্বান জানিয়েছেন।
৭৫ বছর বয়সী খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৫৪ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.