বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে পৃথকভাবে সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার সকালে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় মহানগর বিএনপি ও বিএনপি অঙ্গসংগঠন এবং একটি কমিউনিটি সেণ্টারে (অনুরাগ) জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টার দিকে মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে সামনে কিছু অগ্রসর হতেই পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে সেখানেই সমাবেশ করেন নেতাকর্মীরা।

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির মহানগর সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য সহিদুন্নাহার কাজি হেনা, মহানগর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আসলাম সরকার ও রাজশাহী জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মহসিন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিনটু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান রিটন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত প্রমুখ।
এদিকে, একই সময়ে নগরীর একটি কমিউনিটি সেণ্টারে সমাবেশ করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ। জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি আবদুুস সাত্তার মন্ডল, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, মো: বজলুর রহমান ও অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন,  বিএনপি নেতা আকবর হোসেন প্রমুখ।

পৃথক সমাবেশে নেতারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার যোগ্যতা হারিয়ে এখন নিজের পিঠ বাঁচানোর জন্য প্রহসনের নির্বাচনের পাঁয়তারা করছেন। বিরোধী নেতাকর্মীদের পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও ফরমায়েশী আদালতের মাধ্যমে সাজা প্রদান অব্যাহত রেখেছে। বাংলাদেশের মানুষ তাঁর এই একক নির্বাচনের খায়েশ আর কোনদিন পূরণ হতে দেবে না। বর্তমান অবৈধ সরকারের পতন ও গণতন্ত্র রক্ষার লক্ষে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও তিনি হুসিয়ারী দেন তারা। একইসাথে আগামী ১৫ এপ্রিল রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ সফল করতে এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে নেতাকর্মীদের একসাথে কাজ করার আহবান জানান। নেতারা বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তার মুক্তি দাবি করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.