বেগম জিয়াকে দেখতে হাসপাতালে, যা বললেন রেজা

ঢাকা প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হকসহ দলটির নেতারা।
আজ শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তারা হাসপাতালে যান এবং এক ঘণ্টার মতো সেখানে ছিলেন।
রেজা কিবরিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকায় তাকে দেখা সম্ভব হয়নি। তবে তার চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘বিভিন্ন সূত্রে জেনেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থাকাকালে খালেদা জিয়ার ঠিকমতো চিকিৎসা হয়নি এবং নিয়মিত চিকিৎসকেরা যেতেন না। সেখানে অনিয়মের কারণে এখন তার শারীরিক অবস্থা খারাপ হয়েছে।’
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বোঝার জন্য চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন বলে জানান রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি রাজনৈতিক নয়, মেডিকেলের। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সরকারের উচিত পদক্ষেপ নেওয়া। দেশের ভাবমূর্তির জন্য হলেও একজন বয়স্ক নারী হিসেবে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া উচিত।’ সরকার এ বিষয়ে পুনর্বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.