BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী : মিলন

বেগম জিয়া শুধু বিএনপির নয়, পুরো দেশের নেত্রী : মিলন

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের মানসকন্যা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অসুস্থ হলেও দেশ-বিদেশের মানুষের দোয়ায় তিনি এখন অনেকটাই সুস্থ। দেশবাসীসহ বিশ্বের সকল মানুষের দোয়ায় তিনি ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। শত্রুও তাঁর জন্য দোয়া করছেন। প্রতিটি ঘরে ঘরে মা-বোনেরা নামাজ আদায় করে দোয়া করছেন। কারণ তিনি হলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধী দলীয় নেত্রী।

রোববার বিকেলে পবার চার চিটের মোড়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পবা উপজেলা ও নওহাটা পৌরসভার যৌথ উদ্যোগে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পবা-মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এই দেশের জন্য বেগম জিয়ারমত ত্যাগ আর কেউ করেনি। তিনি অল্প বয়সে স্বামী হারিয়েছেন। হারিয়েছেন আদরের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। তিনি টানা নয় বছর আন্দোলন কওে স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদকে অপসারণ করেছিলেন। গণতন্ত্রের জন্য এখনো তিনি আন্দোলন করে যাচ্ছেন। তিনি দেশবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। এ সকল ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে তিনি এখন বিশ্ব নেত্রীতে পরিণত হয়েছেন। আল্লাহ যদি কাউকে মর্যাদা দেন তা কেউ কেড়ে নিতে পারে না বলে উল্লেখ করেন তিনি। বেগম জিয়া এখন শুধু বিএনপির নয় পুরো দেশবাসীর প্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন।

তিনি বলেন, বেগম জিয়া শুধু নারী জাগরনের নেত্রী নন, তিনি সবার জন্য কাজ করেছেন। তিনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। এছাড়াও নারী শিক্ষা অবৈতনিক করে নারীদের এগিয়ে নিয়ে এসেছেন। নারীরা এখন সর্বক্ষেত্রে চাকরী ও ব্যবসা বাণিজ্য করছে বলে জানান তিনি। এছাড়াও তিনি আলেম- ওলামাদের অত্যন্ত ভাল বাসতেন। পতিত সরকারের আমলে আলেমদের উপরে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। এজন্য আলেম সমাজ তাঁর এই সময়ে সবাই দোয়া করছেন। তারাও বেগম জিয়ার জন্য চোখের পানি ফেলছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন ধানের শীষ হচ্ছে বেগম জিয়া, তারেক রহমান ও পুরো দেশবাসীর। এই প্রতিকের মূল্যায়ন করতে হবে। ঘরে ঘরে ধানের শীষের দাওয়াত পৌঁছে দিতে হবে। মোনাফেকদের থেকে জনগণকে দূরে থাকতে হবে। কারণ এই মোনাফেকরা ইসলামের দোহাই দিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করছে। অথচ তারা এখন জামায়াতে ইসলামী অমুসলিম শাখা করেছে বলে জানান তিনি। শুধু তাইনয় জামায়াত খুলনায়-১ আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দুকে নমুনেশন দিয়েছে। ইসলামী দল বলে দাবীদার কোন দল এমন ন্যাক্কার ঘটনা করতে পারেনা। তারা ইসলামের অবমাননা করেছে। এ থেকে স্পষ্ট জামায়াতে ইসলামী, কোনভাবে ইসলামী দল বলে দাবী করতে পারেনা। তারা চায় ক্ষমতা। এই দেশদোহী ও মোনাফেকী দল থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মিলন বলেন পূর্বে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল। এবারও জার্মানির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কাতারই করেছে। তাঁর অবস্থার আরো উন্নত হলে যেকোনদিন তাঁকে লন্ডনে নেয়া হবে। এ বিসেয়ে ডাক্তার প্যানেল সিদ্ধান্ত দেবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু তাইনয় দেশবাসীকে দোয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। সেইসাথে বেগম জিয়ার যে এদেশে অত্যন্ত প্রয়োজন তিনি অবলিলায় স্বীকার করেছেন।

বেগম জিয়া এখন ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন এবং এসএসএফ সুরক্ষার আওতায় এসেছেন। যারা অতীতে বেগম জিয়াকে নিয়ে কটূক্তি ও নির্যাতন করেছিল, সৃষ্টিকর্তার ইচ্ছায় আজ তারা নীরব এবং বেগম জিয়া নতুন মর্যাদায় অভিষিক্ত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পবা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু হেনার সভাপতিত্বে এবং সদস্য সচিব তরিকুল ইসলাম সুইট এর সঞ্চালনায় দোয়া মাহফিলে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাজমুুল হক বাবলু, দর্শনপাড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রমজান আলী, বড়গাছী ইউনিয়ন বিএনপির সদস্য রায়হানুল দৌলা পান্না, বড়গাছী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা মকসেদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আসাদুল ইসলাম, মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফুর ও দুলাল মাস্টার, পবা উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, প্রচার সম্পাদক মহিউদ্দিন, যুবদল নেতা সোহাগ রানা, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মামুন, বড়গাছী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?