BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি: তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পঞ্চগড় সদর ও পৌর বিএনপির উদ্যোগে ব্যারিষ্টার কলেজ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কর্তৃক মনোনীত পঞ্চগড়-১ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আপসহীন থেকেছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে তাঁর নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞা আমাদের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে পথ দেখাবে।

তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শোক প্রকাশের জন্য নয়, বরং দেশনেত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার একটি মুহূর্ত।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবুসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ