বেগমগঞ্জে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীল বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় অগ্নিকান্ডে প্রায় তের লক্ষ টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

আজ রোববার (২২ আগসট) দুপুর পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ফাইয়ার ফাইটার সাদিকুর রহমান বিটিসি নিউজকে জানান, ষ্টেশন মার্কেটের রতন সাহার তুলার দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে চৌমুহনী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.