বেঁধে দেয়া সময়ের মধ্যেই লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে : বাইডেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখনও আশা করছেন তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে বেঁধে দেয়া সময়ের মধ্যেই হাজার হাজার লোকজনকে সরিয়ে আনা সম্ভব হবে।
এদিকে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য তালেবান যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।
কট্টর তালেবানের আকস্মিক আফগানিস্তান দখলের এক সপ্তাহ পরও আতংকিত আফগানদের দেশ ছাড়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে বাইডেন আগেই ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের  সকল সৈন্য ও নাগরিককে আফগানিস্তান থেকে প্রত্যাহারের কথা বলেছিলেন। কিন্তু কাবুল বিমানবন্দরে তীব্র ভিড় ও চাপ তৈরি  হওয়ায় যুক্তরাষ্ট্র ও  তার মিত্রদের নিজেদের লোক জন সরিয়ে নিতে বেগ পেতে হচ্ছে। সময়সীমার মধ্যেই সকলকে সরিয়ে আনা অসম্ভব বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এ প্রেক্ষিতে হোয়াইট হাউসে গতকাল রবিবার (২২ আগস্ট) বাইডেন বলেছেন, তিনি আশা করছেন সরিয়ে আনার সময় সীমা আর বাড়াতে হবে না।
তিনি আরো বলেন, আমরা দেখছি কি করতে পারি।
বিমানবন্দরের করুণ ও মর্মম্পর্শী দৃশ্যাবলীর কথা স্বীকার করে  বাইডেন একে দেশ ছাড়ার মূল্য হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, আপনারা যেসব হৃদয়বিদারক দৃশ্য দেখছেন এতো লোককে একসাথে সরিয়ে আনার ক্ষেত্রে এসব ছাড়া কোন উপায় নেই।
এদিকে তালেবান কর্মকর্তা আমির খান মুতাকি বলেছেন, আমেরিকা তার সকল শক্তি ও সুবিধা দিয়েও বিমানবন্দরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। পুরো দেশই শান্ত। অশান্ত কেবল কাবুল বিমানবন্দর।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু উল্লেখ না করে বলেছে, রোববার ভিড়ের কারণে সাতজন নিহত হয়েছে।
বাইডেন বলেছেন, তালেবানের কাবুল দখলের পর এ পর্যন্ত ২৮ হাজার লোককে সরিয়ে আনা সম্ভব হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.