বৃহত্তর পাবনা জেলা সমিতির বহুতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

রাসিক প্রতিবেদক: বৃহত্তর পাবনা (পাবনা-সিরাজগঞ্জ) জেলা সমিতির বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও মহানগর আওয়ামীগ সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। আজ সোমবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় ভবনের কাজের উদ্বোধন করেন তাঁরা।

এরআগে নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বৃহত্তর পাবনা (পাবনা-সিরাজগঞ্জ) জেলা সমিতির সভাপতি আফসার আলী বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীকে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা শহরে পরিণত করতে চাই। আমরা সবাই মিলে এই স্বপ্ন পূরণ করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামীগ সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, আমরা যে উন্নত-সমৃদ্ধ রাজশাহীর স্বপ্ন দেখছি, সেটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে সেই স্বপ্ন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম সাইদুর রহমান খান, রাবির সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, বৃহত্তর পাবনা জেলা সমিতির উপদেষ্টা নূরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। আরো উপস্থিত ছিলেন রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন। #(প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.