বৃষ্টি আর উজানের ঢলে নেত্রকোণায় নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

 

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণায় বৃষ্টি আর উজানের ঢলে প্রধান চারটি নদ-নদীর পানি বেড়ে চলেছে। রোববার (১৬ জুন) সকাল ৯টা নাগাদ সবকয়টি নদীর পানিই বিপৎসীমা ছুঁই ছুঁই করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো জানিয়েছে, চারটি নদ-নদীর মধ্যে উব্ধাখালি নদীর কলমাকান্দা পয়েন্টে পানি বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি।
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বিটিসি নিউজকে বলেন, জেলার সোমেশ্বরী, কংশ, ধনু, উব্ধাখালি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে করে নদীর দুই তীর ছাপিয়ে পানি লোকালয়ে ঢোকার শঙ্কা রয়েছে। কংশ নদের পানি জারিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার ও ধনু নদের পানি খালিয়াজুরী পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া সোমেশ্বরী নদীর পানি দুর্গাপুর পয়েন্টে ২ দশমিক ৯০ মিটার, বিজয়পুর পয়েন্টে বিপৎসীমার ৬ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে বইছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নেত্রকোনা প্রতিনিধি মো. জুলফিকার আলী মানিক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.