বৃষ্টির দাপট শেষে এক সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিলো ইংল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: হেডিংলিতে বৃষ্টির পেটে গেলো পুরো দুটি সেশন। খেলা হলো এক সেশনে, যাতে ছড়ি ঘুরালো ইংল্যান্ড। তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়াকে চাপে ফেললো তারা। ২৫১ রানের লক্ষ্যে নেমে বিনা উইকেটে ২৭ রান স্বাগতিকদের। তৃতীয় টেস্টে মিলছে একপেশে লড়াইয়ের আভাস।
৪ উইকেটে ১১৬ রানে দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ক্রিস ওকস, মার্ক উড আর স্টুয়ার্ট ব্রডের তোপে পড়ে তারা। অবস্থা আরও খারাপ হতো, যদি ট্র‍্যাভিস হেড ৭৭ রান না করতেন। ৯৩ রানের মধ্যে ৬ উইকেট হারায় অজিরা। ২২৪ রানে তাদের দ্বিতীয় ইনিংস শেষ।
ব্রড, ওকস ও উড এদিন দুটি করে উইকেট নেন।
ওকস, ব্রড এই ইনিংসে তিনটি করে উইকেট নিয়ে সেরা বোলার।
লক্ষ্যে নেমে জ্যাক ক্রলি ৯ ও বেন ডাকেট ১৮ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে স্বস্তিতে রেখে দিন শেষ করেছেন। আর ২২৪ রান দরকার তাদের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.