নিজস্ব প্রতিবেদক:বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ পেয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বিএমডিএ এর গোদাগাড়ী জোন-১ রাজশাহীকে স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পুরস্কার ২০২৪’ সনদপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্প্রতিবার (৭ আগস্ট) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধিনে ২০২৪ সালের ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার’ গ্রহণ করেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গোদাগাড়ী জোন-১ এর সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ।
জানা গেছে- পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফারহিনা আহমেদ সচিব পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।
‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান পেয়েছে, রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হয়।
সনদপত্র ও ক্রেস্টটি তুলেদেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রিজিয়ন এর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী এনামুল কাদীর। সাত শ্রেণিতে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.