বুলেটের মতো আঘাত, জাতি শোকাহত : ভুটানের প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: করোনভাইরাস এড়াতে ভুটানের সাফল্য প্রায় অতুলনীয় বলা চলে। সম্প্রতি দেশটিতে করোনায় মাত্র একজন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভুটানে করোনায় মোট চারজনের মৃত্যু হলো।
এদিকে, করোনা মহামারির সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মাত্র চারজনের মৃত্যু হলেও করোনার জন্য লড়াইটা আরও আঁটঘাট বেঁধে চালান উচিত ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লোরে শেরিং।  
সর্বশেষ মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তিনি।
হিমালয়ের পাদদেশে চীন ও ভারতের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বিচ্ছিন্ন দেশটিতে বিশ্বের যেকোনো জায়গায় চেয়ে কম করোনা সংক্রমণ হয়েছে।
যদিও উত্তর কোরিয়া কিংবা তুর্কেমেনিস্তানের মতো ভুটানও দেশটির করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করে না।
পেশায় চিকিৎসক লোরে শেরিং করোনার চলতি সপ্তাহে একজনের মৃত্যুর খবরের পর জানান, এই ঘটনা তিক্ততার সঙ্গে মনে করিয়ে দিচ্ছে আমাদের আরও পদক্ষেপ নেওয়ার দরকার ছিল।
স্থানীয় সময় শনিবার রাতে এক ফেসবুক পোস্টে লোরে শেরিং জানান, করোনায় আরেকটি মূল্যবান প্রাণ ঝরে যাওয়ার খবর বুলেটের মতো আঘাত হানল। আমিও জাতির সঙ্গে শোকাহত। আমার প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।
ভুটান রোগটি সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান লোরে শেরিং।
তিনি আরও বলেন, প্রতিরোধ করা সম্ভব এমন কোনো কিছু জাতিকে হারাতে পারবে না।
বিশ্বের অন্যান্য দেশের মতো ভুটানেও ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের হার বেড়ে গেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.