বুর্কিনা ফাসোর একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় যাজকসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর একটি গির্জায় যাজকসহ ৬ জন নিহত হয়েছেন বন্দুকধারীদের হামলায়। গতকাল রবিবার স্থানীয় সময় ৯টায় প্রার্থনার পরপরই ডাবলো শহরের ওই গির্জায় হামলার ঘটনা ঘটে।

উত্তরাঞ্চলীয় ডাবলো শহরের মেয়র ওসমানি জঙ্গো বলেছেন, প্রার্থনা শেষ করে মানুষ যখন ফিরছিল,সে সময় প্রায় ২০ থেকে ৩০ জন অস্ত্রধারী ক্যাথলিক খ্রিস্টানদের ওই উপাসনালয় ঘিরে ফেলে এবং গুলি শুরু করে।

এক পর্যায়ে গির্জায় আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। এ সময় পাশের একটি ফার্মেসিসহ বেশ কয়েকটি দোকানে লুটপাটও চালানো হয়।

বন্দুক হামলা শুরু হলে গির্জার ভেতরে প্রার্থনারত মানুষজন পালানোর চেষ্টা করেন বলে জানায় বিবিসি।

তবে এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।  বিবিসি জানিয়েছে, ২০১৬ সাল থেকে আল কায়েদা ও ইসলামিক স্টেট সমর্থক দুটি ইসলামি জঙ্গি দল এবং আনসারুল ইসলাম নামে স্থানীয় আরেকটি জঙ্গি দল ওই এলাকায় সক্রিয় রয়েছে।

গত পাঁচ সপ্তাহে এনিয়ে দেশটিতে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.