বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় নারীসহ নিহত ১২২

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় অন্তত ১২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭ জন সেনা, ৮০ জঙ্গি ও ৩৫ বেসামরিক নাগরিক। নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১ জনই নারী।  

দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মালির সীমান্ত এলাকায় আরবিন্দা শহরে একটি সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলার পর সেনাবাহিনী পাল্টা জবাব দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার না করলেও আল কায়েদা এবং ইসলামিক স্টেট উভয় গ্রুপের সঙ্গে জড়িত জঙ্গিদের দায়ী করা হয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় ৭০০ জনেরও বেশী মানুষ মারা গেছে এবং প্রায় ৫ লক্ষ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.