BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িমারী স্থলবন্দরে সীসা ও ওষুধসহ ভারতীয় ট্রাকচালক আটক

বুড়িমারী স্থলবন্দরে সীসা ও ওষুধসহ ভারতীয় ট্রাকচালক আটক

লালমনিরহাট প্রতিনিধি: বুড়িমারী স্থলবন্দরে পণ্যবাহী একটি ভারতীয় ট্রাক থেকে সীসা ও বিভিন্ন রকম ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে সমির পাল নামে ভারতীয় এক ট্রাকচালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরে পণ্য খালাস শেষে ভারতীয় ট্রাকটি বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটক সমির পাল ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে।

বিজিবি জানায়, সীসা ও ওষুধ চোরাচালানের খবর পেয়ে ট্রাকটিতে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশির একপর্যায়ে ট্রাক থেকে উদ্ধার করা হয় ২৭২ কেজি সীসা ও দেড় হাজার পিস ওসিকিন (৮০ এমজি) ট্যাবলেট ও দেড় হাজার পিস ওসিমার্ট (৮০ এমজি) ট্যাবলেট।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, ট্রাকটি পণ্য নিয়ে ভারত থকে এসেছিল। আনলোড করার পর ভারত যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ওষুধ জব্দ করা করা হয়েছে।

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, পণ্যবাহী ট্রাকে খালাস শেষে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্টে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে সীসা ও ওষুধ জব্দ করা হয়। জব্দ হওয়া এসব মালামাল বিজিবির হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ