বিটিসি স্পোর্টস ডেস্ক: আর্সেনাল তারকা বুকায়ো সাকা আরো একবার প্রমাণ করলেন তিনি এখন বিশ্বের সেরা আক্রমণভাগের খেলোয়াড়দের একজন। গতরাতে তার অসাধারণ পারফরম্যান্সে মোনাকোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত করে ফেলেছে আর্সেনাল।
আর্সেনালে চলতি মৌসুমে সাকা ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ২১ ম্যাচে ৯ গোল ও ১২ অ্যাসিস্ট করেছেন।
গতরাতে চ্যাম্পিয়নস লিগে মোনাকোর বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ কাই হাভার্টজকে দিয়ে করিয়েছেন আরো এক গোল।
চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে মোট ৮ গোলে (৪ গোল ও ৪ এসিস্ট ) অবদান ছিল সাকার। তার চেয়ে বেশি গোলে অবদান ছিল হ্যারি কেইন (১৮), ভিনিসিয়ুস জুনিয়র (১৬) এবং আঁতোয়ান গ্রিয়েজমানের (১৩)। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সাকা ৪৭ ম্যাচে ২০ গোল এবং ১৪ অ্যাসিস্ট করেছিলেন।
চলতি মৌসুমে ইতোমধ্যে ৫ ম্যাচ খেলে করছেন ৪ গোল ও ২ অ্যাসিস্ট। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোহাম্মদ সালাহর (২৮) পরে প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গোলে অবদান সাকার (২১)।
২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে আর্সেনালে অভিষেকের পর থেকে প্রিমিয়ার লিগে সাকার মোট গোল অবদান এখন ৯৬ (৫২ গোল ও ৪৪ অ্যাসিস্ট)। আগামী এপ্রিলের মধ্যে এই সংখ্যা ১০০-তে নিয়ে যেতে পারেন, তাহলে মাইকেল ওয়েন, ওয়েইন রুনি এবং রবি ফাউলারের পর চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন এই মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে।
সাকার এই ফর্ম অব্যাহত থাকলে, তিনি শুধু আর্সেনালের নয়, ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা হয়ে উঠবেন – এতে কোনো সন্দেহ নেই। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.