বীর মুক্তিযোদ্ধা সুবেদার সিরাজ উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রেস বিজ্ঞপ্তি: ৭১ সালে রাজশাহী পুলিশ একাডেমীর বিদ্রোহের নায়ক, রাজশাহী ক্যান্টনমেন্ট অবরুদ্ধ করতে নেতৃত্ব দেওয়া পাবনা-রাজশাহী অঞ্চল তথা রাজশাহীর বিড়ালদহ লোহারপুল প্রতিরোধ যুদ্ধ ও রাজশাহী পুলিশ লাইন প্রতিরোধে নেতৃত্ব দেওয়া বীর মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন লস্করের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় আজ শুক্রবার (৭ আগস্ট) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে সম্পন্ন হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধাবৃন্দ,তার স্বজনসহ সর্বস্তরের মানুষ।

তাঁর মৃত্যুর খবর রাজশাহীতে পৌছালে একাত্তরের প্রতিরোধ যোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর আত্মার শান্তি কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান মুক্তিযুদ্ধের সংগঠক রাজশাহীর প্রথম মেয়র অ্যাডভোকেট আব্দুল হাদী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামাণিক, মুক্তিযুদ্ধকালীন গেরিলা লিডার শফিকুর রহমান রাজা, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কামাল, মুক্তিযোদ্ধা ড. রওশন, মুক্তিযোদ্ধা যতীন কুমার, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা মাসুদ রহমান, মুক্তিযুদ্ধকালীন নির্যাতিত ব্যাক্তিত্ব আব্দুল মান্নান, বিড়ালদহ প্রতিরোধ যুদ্ধ দিবস উদযাপন কমিটির পক্ষে ড.নওশাদ আলী, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই এর আহবায়ক আসলামউদদৌলা, প্রজন্ম ৭১ এর অনিক ইসলাম প্রমুখ।

রাজশাহীর প্রতিরোধ যুদ্ধে ভূমিকা রাখা এ বীর যোদ্ধাকে স্মরনীয় করে রাখতে রাজশাহী মহানগরীতে উদ্যোগ নেবার আহবান জানিয়ে সিটি মেয়রের দৃষ্টি আকর্ষন করেছেন মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা ডা.আব্দুল মান্নান, সেক্টর কমান্ডার ফোরাম মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার হাসান, মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল, মুক্তিযোদ্ধা অ্যাডভেকেট মতিউর রহমান, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু,চেতনায় ৫২ থেকে ৭১ এর আহবায়ক নাদিম সিনা, সদস্য সচিব অর্ণব পাল।

উল্লেখ যে, বৃহস্পতিবার (৬ আগস্ট) সিরাজউদ্দিন লস্কর নড়াইলে তার গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন।

বার্তা প্রেরক ওয়ালিউর রহমান বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.