বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের শোক

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (০৯ জুলাই) দুপুর ৩টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১০ জুলাই) সকাল ১০টায় নগরীর মহিষবাথান গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী প্রেসক্লাব।
আজ শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। যুক্ত বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর অবদান চিরস্মরণীয়।
১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর তিনি রাজশাহীর মিয়াপাড়া এলাকায় সাধারণ লাইব্রেরী মাঠে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। বঙ্গবন্ধুর ভাষণে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সংগঠিত হতে থাকেন দেশের স্বাধীনতার জন্য। এমন একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তির বিদায় সত্যিই বেদনাদায়ক। জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। বিবৃতিতে প্রেসক্লাব নেতারা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন।
বার্তা প্রেরক: আমানুল্লাহ আমান, সদস্য, রাজশাহী প্রেসক্লাব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.