বীমা বিপদে বন্ধু হিসেবে কাজ করে- সিটি মেয়র

খুলনা ব্যুরো: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বীমা বিপদে বন্ধু হিসেবে কাজ করে। বীমার জনপ্রিয়তা বাড়াতে বীমা পলিসির সুবিধাগুলো সম্পর্কে মানুষকে জানাতে হবে। বীমার প্রচার এবং নেতিবাচক ধারণা দূর করতে সিটি মেয়র জেলা ও উপজেলাতেও বীমামেলা আয়োজনের পরামর্শ দেন।
তিনি আজ শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আয়োজনে খুলনা সার্কিট হাউজ মাঠে দুই দিনব্যাপী বীমামেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোঃ হুমায়ুন কবির, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন ও বোরহান উদ্দিন আহমেদ। স্বাগত জানান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস
বীমামেলায় রাষ্ট্র মালিকানাধীন দুটি কর্পোরেশন এবং ৩১টি লাইফ ও ৪৫টি নন লাইফ বীমা কোম্পানির ৭৮টি স্টল অংশগ্রহণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.