বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর ) ভোররাতে দিকে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেম এর ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মে ঘটনায় গত ১২মে ময়ছের আলী নামের এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মী সহ আরও অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, অষ্টমনিষা ইউনিয়নের সেই বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহ কে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.