বিসিবি আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করছে

 

বিটিসি নিউজ ডেস্ক: সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে তার কথা রাখছেন। যদিও সময় একটু বেশি লেগে গেছে। তারপরও বিসিবি কর্তা ক্রিকেটকে সব এলাকায় ছড়িয়ে দিতে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করার কথা জানিয়েছেন। বিসিবি কর্তা বর্তমানে তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব পালন করছেন। এর আগে তার প্রথম মেয়াদে ‘রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন’ (আরসিএ) গঠন করার ঘোষণা দেন তিনি। কিন্তু সেবার তা বাস্তবায়ন করতে পারেননি।

গত ১৯ এপ্রিল বিসিবির বোর্ড পরিচালকদের তৃতীয় দফার মিটিংয়ে এ বিষয়ে আলাপ হয়েছে। আগামী মাসেই ‘আরসিএ’ গঠনের কাজ হয়ে যাবে বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতির মতে, ক্রিকেটের এই সংস্থা গঠনের জন্য তারা সবকিছু ঠিকঠাক করে ফেলেছেন। অনেক দিন ধরে এটা গঠন করার কথাবার্তা চলছে এবং এর কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। বোর্ড কর্তা বলেন, ‘এটার জন্য শেষ প্রস্তাবনা এক সপ্তাহের মধ্যে আমাদের হাতে আসবে। এরপর দুই সপ্তাহের মধ্যে আমরা এটা অনুমোদন করে দেব।

আশা করছি এক মাসের মধ্যেই ‘আরসিএ’ চালু হয়ে যাবে।’ আঞ্চলিক ক্রিকেটারদের সুবিধার জন্য এই সংস্থা গঠন করা হচ্ছে। ‘আরসিএ’ না থাকায় ‘ন্যাশনাল একাডেমির’ উপর চাপ বাড়ছে। যেটা কমবে বলে মনে করেন নাজমুল হাসার পাপন। তিনি বলেন, ‘ভালো অনুশীলনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটার আসে ন্যাশনাল একাডেমিতে। এতে করে একাডেমিকে অসম্ভব চাপ সামলাতে হয়। সেজন্য প্রত্যেক অঞ্চলে ‘আরসিএ’ গঠন বাধ্যতামূলক করছি আমরা।’

১৯৯৯-২০০০ সালে যখন দক্ষিণ আফ্রিকার এডি বার্লো বাংলাদেশের কোচ ছিলেন তখন তিনি এই ধারণা দেন। তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। এরপর নাজমুল হাসান পাপন প্রথমবার বিসিবি’র সভাপতি হলে ‘আরসিএ’ গঠন করার কথা বলেন। কিন্তু তখন তিনি এটা গঠন করতে ব্যর্থ হন। নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন পরিচালক বলেন, এতোদিন আঞ্চলিক ক্রিকেট সংস্থা আলোর মুখ দেখিনি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত কিছু পরিচালকের কারণে।

তারা মনে করতো আঞ্চলিক সংস্থা গঠন করা হলে ঢাকা কেন্দ্রিক ক্লাব ও এর সংগঠনগুলোর দাপট কমে যাবে। স্বাগত জানিয়েছেন রংপুর বিভাগের ক্রিকেট কাউন্সিলর অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার বিসিবির এই উদ্যোগকে । তিনি বিশ্বাস করেন এই সংস্থা গঠিত হবে এবং বিসিবি এটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরি এটার প্রশংসা করে ক্রিকবাজকে বলেন, ‘এটা আমরা ২০০০ সালের দিকে উদ্যোগ নিয়েছিলাম। ক্রিকেট এগিয়ে নিতে হলে এটার বিকল্প নেই।’ তবে এটা দাঁড় করাতে ১৮ বছর লেগে যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.