BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিসিক শিল্পাঙ্গনে একটি বিপ্লব তৈরি করেছে – রাজশাহী বিভাগীয় কমিশনার

বিসিক শিল্পাঙ্গনে একটি বিপ্লব তৈরি করেছে – রাজশাহী বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, বিসিক একটি বিপ্লবের নাম। এক সময় ধারণা করা হতো শিল্প মানে বড় বড় কল-কারখানা, বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায় এই ধারণাটি বিসিক আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠা করতে পেরেছে। এজন্যই আমরা বলি বিসিক শিল্পাঙ্গনে একটা বিপ্লব তৈরি করেছে। শুধু উৎপাদন ক্ষেত্রেই না চিন্তা, চেতনা, জ্ঞান এবং ধারণার ক্ষেত্রেও।

সোমবার (০১ ডিসেম্বর) বিকালে রাজশাহী লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে আয়োজিত বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বিসিক হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি আশ্রয়স্থল। তবে বিসিক যেভাবে ষাট ও সত্তর দশকে আলোড়ন তুলেছিল সে আলোড়ন আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি এটি পর্যালোচনার বিষয়। বিসিক আজকে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। অভিজ্ঞতায় হৃদ্য হয়েছে, কাজেই এই বিষয়গুলো নিয়ে বিসিকের চিন্তা-ভাবনা করার সময় হয়েছে।

তিনি বলেন, আমরা যে উদ্যোক্তাদের কথা বলছি তাদের জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি, কতটুকু জায়গা করে দিতে পেরেছি, বিনা জামানতে কতটুকু ঋণের ব্যবস্থা করে দিতে পেরেছি, আমাদের বহুজাতিক কোম্পানি গুলোর পণ্যের ভিড়ে তাদের পণ্যের কতটুকু জায়গা করে দিতে পেরেছি বা পারিনি এবং কেন করতে পারিনি এটা চিন্তা-ভাবনার বিষয়।

আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় কমিশনার বলেন, যেখানে যার স্টল সেখানে যেন তার উৎপাদিত পণ্যই প্রদর্শিত হয়। বিদেশি বা অন্য কোনো কোম্পানির পণ্য যেন প্রদর্শিত না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনার যতটুকু উৎপাদন ততটুকুই আমরা দেখতে চাই। আমরা অন্যদেরকে অনুপ্রাণিত করতে চাই যে, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলেও আমরা অনেক কিছু করতে পারি। এসময় ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানের উদ্যোক্তাদের দেখে অনুপ্রাণিত হয়ে বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরেতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ, বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলাটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

উল্লেখ্য যে, দশ দিনব্যাপী এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করবে। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের