বিসর্জনের মাধ্যমে দশভূজা দেবী দুর্গার বিদায়

 

ঢাকা প্রতিনিধি: আজ শুক্রবার বিকেলে রাজধানীর ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেন ভক্তরা। হিন্দু ধর্মের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের শেষ দিন আজ শুক্রবার বিজয়া দশমীতে দশভূজা দেবী দুর্গার বিদায়ের সুর বেজে উঠেছে। জল তর্পণের মাধ্যমে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছে সনাতন হিন্দু সম্প্রদায়। বেলা আড়াইটা থেকে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন।

চারদিন পূজার পর মাকে বিদায় জানানো সত্যিই কষ্টের। আমরা মায়ের কাছে অনেক কিছু চেয়েছি। আজ মা আমাদের পর করে চলে গেলেন বলে জানিয়েছেন রজিত কুমার নামে এক ভক্ত।

এর আগে ৩টার পর পরই বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন ওয়াইজঘাটে।

রতন নামে অপর ভক্ত বিটিসি নিউজ ঢাকা প্রতিনিধিকে বলেন, মাকে বিদায় দিচ্ছি এটা মানতে পারছি না। তবুও বিদায় দিয়েছি। তবে এক বছর পর আবারও মা আমাদের মধ্যে ফিরে আসবেন।

শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য তারা বিদায় জানান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.