বিষাক্ত পদার্থ সেবন করে রাবি ছাত্রী অসুস্থ : রামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর একটি ছাত্রী নিবাসে রাবি’র এক ছাত্রী অসুস্থ হয়েছেন। শুক্রবার (৩ফেব্রুয়ারী) সকাল ১০টায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অসুস্থ মোছাঃ শতাব্দি খাতুন (২০), তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বষের ছাত্রী।
নাম প্রকাশ না করার শর্তে মেসের এক ছাত্রী জানায়, হতাশা বা অজানা কোন কারণে বিষাক্ত পদার্থ সেবন করে অসুস্থ হয়েছেন শতাব্দি খাতুন। তাকে দ্রুত উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, বার্গার খেয়ে ফুটপয়জম হয়েছিলো রাবি ছাত্রীর।
পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে তিনি এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। বর্তমানে তিনি রামেকের ১৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.