বিষাক্ত জেলি মিশ্রিত হাজার কেজি চিংড়ি মাছসহ আটক-২

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হরিনা ফেরিঘাটে নৌ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে মাইক্রোবাস বোঝাই বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে  হরিনা ঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টমেট্রো-চ ১১-৫০৬২ রেজিষ্টারকৃত মাইক্রোবাসে থাকা দুইজনকে আটক করে।
এ সময় তল্লাশি করে একে একে ২৮টি ককশিট বোঝাই জেলি মিশ্রিত ১ হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খুলনার বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে কিছু অসাধু ব্যবসায়ী। জেলি মিশ্রিত চিংড়ি মাছ খেলে ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে জানা গেছে।
ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হরিনাঘাট এ অভিযান চালিয়ে মাইক্রোবাস বোঝাই ১ হাজার ৪৪ কেজি চিংড়ি মাছ উদ্ধার করা হয়। এ সময় গাড়িচালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আসামি করে নিরাপদ খাদ্য আইন-’১৩ এর ৫৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁদপুর প্রতিনিধি আলী জাকের রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.