বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ এর সমাপনী “গড়তে শিশুর ভবিষ্যৎ স্কুল হবে নিরাপদ।”

 

বিএসএ প্রতিবেদকমহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহন করেছে।

০৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবর ২০১৮ পর্যন্ত সাত দিনব্যাপী এ আয়োজনে আজ শনিবার বিকাল ৪.০০ টায় রাজশাহী শিশু একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপারিনটেন্ডেট, কেন্দ্রীয় কারাগার, রাজশাহীর বেগম হালিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বেতারের সহকারী পরিচালক নাসরীন বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মন্জুর কাদের। অনুষ্ঠানটি পরিচালনা করে নিশি। একাডেমীর প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ সমাপনী হয়।প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.