বিশ্ব নৌদিবসে মোংলায় বর্নাঢ্য র‌্যালী

বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় যথাযোগ্য মর্যাদায় “বিশ্ব নৌদিবস” পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বন্দর ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে র‌্যালীটি পুনরায় বন্দরের সামনে এসে শেষ হয়।

র‌্যালীতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, বিএন, বন্দরকর্তৃপক্ষের পরিকল্পনা বিভাগের প্রধান মোঃ জহির উদ্দিন, প্রধান নিরিক্ষা কর্মকর্তা গোলদার শাহবাজসহ বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহন করেন।

প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সারা বিশ্বে ‘আন্তর্জাতিক নৌ দিবস’, উদযাপিত হয় যা ‘বিশ্ব নৌ দিবস’ হিসেবে দেশে পালিত হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.