বিশ্ব টিকাদান সপ্তাহের উদ্বোধন

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: টিকা দেওয়ার মাধ্যমে মারাত্মক সংক্রামক রোগ থেকে জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য প্রতি বছরের ন্যায় বিশ্ব টিকাদান সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে বিশ্ব টিকাদান সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মুহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান।
এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বরদান জং রানার পক্ষে বক্তব্য দেন ইউনিএইড এর কান্ট্রি ডিরেক্টর সায়মা খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. তানভীর হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারে মূল প্রতিপাদ্য বিষয় ‘দ্য বিগ ক্যাচ’ অর্থাৎ ‘জনগণ ও বৈশ্বিক সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টায় অতিমারী পরবর্তী সময়ে তথা ২০২৩ সালের মধ্যেই টিকা না পাওয়া শিশুদের টিকা নিশ্চিতকরণ’। এ কর্মসূচি চলবে আগামী জুন পর্যন্ত।
এ কর্মসূচির মধ্যে রয়েছে মাঠ পর্যায়ে বাদ পড়া, আংশিক বাদ পড়া শিশুদের তালিকা তৈরির কাজ সম্পন্নকরণ: ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় টিকাদান বিষয়ক বার্তা প্রচার (প্রতিদিন একটি করে বার্তা), জেলা, সিটি করপোরেশন থেকে টিকাদান রিপোর্ট ইপিআই সদর দপ্তরে পাঠানো সম্পন্নকরণ, তালিকা তৈরির এক মাসের মধ্যে জিরো ভোজ/ আংশিক/মিসড কমিউনিটি শিশুদের টিকাদান সম্পন্নকরণ, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ে বিশ্ব টিকাদান সপ্তাহ শীর্ষক অ্যাডভোকেসি সভা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.