বিশ্ব কবিতা উৎসব ২০২০ 

কলকাতা প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এই প্রথম কত কথা কথকতা ভার্চুয়ালি আয়োজন করল বিশ্ব কবিতা উৎসব ২০২০। এই উৎসবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলা ভাষার কবিদের পাশাপাশি, ভারতীয় প্রাদেশিক ভাষার কবিরা ও বিশ্ব ভাষার কবিরা অংশ গ্রহণ করেন।
এই উৎসব ২২ নভেম্বর ২০২০ থেকে ১৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলে।
বিশিষ্ট কবি প্রবালকুমার বসু সূচনা করেন তাঁর কবিতাপাঠ ও প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে।
এই উৎসবটি মোট ৮ টি পর্বে অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৬০,০০০ এরও বেশি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ যেমন নিউজিল্যান্ড, গ্ৰিস, আমেরিকা ইত্যাদি, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের প্রাদেশিক ভাষার কবিরাও এই অনুষ্ঠানের কবিতাপাঠ করেছেন।
গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষা এবং বিশ্বের সব মিলিয়ে মোট ২০০ জন কবি এই অনুষ্ঠানে কবিতা পাঠ করেছেন। এই আন্তর্জাতিক কবিতা উৎসবের মূল আয়োজক মৌমিতা পাল। টিম কথকতার তরফ থেকে এই উৎসবের মূল দায়িত্বে ছিলেন শুভদীপ সেনশর্মা‌ ও প্রশান্ত সরকার।
আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে এই উৎসব ঘিরে একটি দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করা হবে বৈশাখে। তাঁদের আগামী পরিকল্পনার জন্য মুখিয়ে আছে বিশ্ব কবিতা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.