বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত


প্রেস বিজ্ঞপ্তি: ‘আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ।
দিবসটি উপলক্ষে অনলাইন গণমুখী সেমিনার ও ফ্রি হাইপারটেনশন ক্লিনিক আয়োজন করা হয়। সেমিনারে উচ্চ রক্তচাপের কারণ ও তা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক রিজলভ টু সেইভ লাইভস-এর সহযোগিতায় সিলেট বিভাগের এবং কিশোরগঞ্জ ও জামালপুর জেলার ৫৪টি উপজেলায় চলমান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় দিবসটি পালন করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে দিবসটি উপলক্ষে চিকিৎসক ও নার্সদের নিয়ে উচ্চ রক্তচাপ প্র্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা সভা আয়োজন করা হয়।
সংবাদ প্রেরক ডা. শামীম জুবায়ের. ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার. হাইপারটেনশন কন্ট্রোল প্রোগ্রাম.ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.