বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট দুবাইয়ে!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় ক্যাসিনো রিসোর্ট তৈরি করতে যাচ্ছে দুবাই। এটির নির্মাণকাজ শেষ হতে সময় লাগবে ৪ বছর। এতে আনুমানিক খরচ পড়বে প্রায় ৩৯০ কোটি ডলার। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির ক্যাসিনো অপারেটর উইন জানান, প্রজেক্টটির নির্মাণকাজ শেষ হতে ৪ বছর সময় লাগবে। সে হিসেবে দুবাইয়ের রাস আল-খাইমারে অবস্থিত আলোচিত এ রিসোর্টটি ২০২৭ সালে উন্মোচিত হবে।
উইন আরও জানান, ইতিমধ্যে আল মারজান দ্বীপে প্রাথমিকভাবে রিসোর্টির নির্মাণকাজ শুরু করা হয়েছে। রিসোর্টিতে ১৫০০টি কক্ষ, ২৪টি ডাইনিং ও লোউঞ্জ, স্পা সুবিধা, নামীদামি সব শপিং কমপ্লেক্স ও রাতে লেজার এবং লাইট শো এর ব্যবস্থা থাকবে।
প্রায় ১৮৫০০ বর্গমিটার আয়তনের এ ক্যাসিনো রিসোর্টটিতে অসাধারণ বিনোদন ও গেমিং সুবিধা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যদিও ইসলামিক আইনে জুয়া খেলা নিষিদ্ধ, তবে রাস আল-খাইমারের কর্তৃপক্ষ পর্যটন উন্নয়নে গত বছর গেমিং সুবিদাসহ সমন্বিত রিসোর্ট হিসাবে এটিকে চালু করার পরিকল্পনা হাতে নেয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.