বিশ্বের ব্যয়বহুল ২০ শহরের ৪ টিই চীনে

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ ২০ টির মধ্যে ৪ টিই চীনের। গতবারের চতুর্থ অবস্থানে থাকা নিউইয়র্ক দ্বিতীয় অবস্থানে চলে এসেছে। অপরিবর্তিত তৃতীয় অবস্থানে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা।
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনালের সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
তৃতীয় বারের মতো এবার ২০২২ সালের তালিকায় শীর্ষে রয়েছে চীনের আওতাধীন স্বায়ত্ত্বশাসিত শহর হংকং। তুরস্কের শহর আঙ্কারা ৫ ধাপ বেড়ে এবারের তালিকার সর্বশেষ ২০৭তম অবস্থানে রয়েছে।
অন্যদিকে, সংকটের আবর্তে পতিত শ্রীলঙ্কার কলম্বোয় দ্রব্যমূল্য ব্যাপকহারে বাড়ায় শহরটি ২৩ ধাপ বেড়ে ১৪৯তম হয়েছে। ৪৫ ও ৩৮ ধাপ বেড়ে ব্রাজিলের রিও ডি জেনেরিও ১১৮তম এবং সাও পাওলো ১৩৮তম হয়েছে।
গবেষণা প্রতিষ্ঠান ইসিএ ইন্টারন্যাশনাল প্রতি বছর ১২০ দেশের ২০৭টি শহরে গৃহস্থালী পণ্য, ভোজ্যতেল, আবাসস্থানের ভাড়া, পানি, গ্যাস, বিদ্যুৎ, যানবাহনে জ্বালানির মূল্য ও স্থানীয় মুদ্রার শক্তি সম্পর্কিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে থাকে।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ২০ শহরের তালিকা। ব্র্যাকেটে ২০২১ সালের র‌্যাংকিংয়ের অবস্থান।
১. হংকং (২০২১ সালের র‌্যাংকিংয়ে ১)
২. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র (৪)
৩. জেনেভা, সুইজারল্যান্ড (৩)
৪. লন্ডন, যুক্তরাজ্য (৫)
৫. টোকিও, জাপান (২)
৬. তেল আবিব, ইসরায়েল (৭)
৭. জুরিখ, সুইজারল্যান্ড (৬)
৮. সাংহাই, চীন (৯)
৯. গুয়াংঝু, চীন (১০)
১০.  সিউল, দক্ষিণ কোরিয়া (৮)
১১. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র (১৫)
১২. সেনজেন, চীন (১২)
১৩. সিঙ্গাপুর (১৩)
১৪. বেইজিং, চীন (১৬)
১৫. জেরুজালেম (১৮)
১৬. বার্ন, সুইজারল্যান্ড (১৭)
১৭. ইয়োকোহামা, জাপান (১১)
১৮. কোপেনহেগেন, ডেনমার্ক (১৪)
১৯. অসলো, নরওয়ে (১৯)
২০. তাইপে, তাইওয়ান (২১)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.