বিশ্বের কাছে দৃষ্টান্ত গড়েছে ভারত, করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের বললেন প্রধানমন্ত্রী

কলকাতা প্রতিনিধি: আজ এবং আগামীকাল মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৷ আজ মঙ্গলবার (১৬ জুন) মুখ্যমন্ত্রীদের তিনি বলেন, দেশের সব মানুষ বাড়ির বাইরে পা দেবেন মাস্ক পরে ৷ মাস্কের ১০০ শতাংশ ব্যবহার নিশ্চিত করতে হবে রাজ্যগুলিকে৷
মোদি বলেন, ‘করোনা ভারতকে ধ্বংস করতে পারেনি ৷ ভারতে মৃত্যুর হার অনেক কম ৷ সুস্থতার হার ৫০ শতাংশ ৷ যদিও একজনের মৃত্যুও দুঃখজনক “।
প্রধানমন্ত্রী বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে চলতেই  হবে ৷ দেশে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে ৷ বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে ৷ দু-চাকার চাহিদা ৭০ শতাংশ বেড়েছে ৷ সারের বিক্রি বেড়েছে ৷’ তিনি এইকথা জানিয়ে বলেন আনলক ১.০-এর প্রথম পর্বে এই সবকিছুই অর্থনীতি যে সচল হচ্ছে তার প্রমাণ ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯০০ জনের৷ করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ছাড়িয়েছে ৷ তবে  সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮০ হাজারের বেশী মানুষ ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.