বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করায় ‘টিম ক্র্যাক প্লাটুন’-কে রুয়েট উপাচার্যের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবনী দল ‘টিম ক্র্যাক প্লাটুন’ (Team Crack Platoon) জাপানে আয়োজিত ‘ফরমুলা এসএই জাপান ২০২৫’ (Formula SAE Japan 2025) প্রতিযোগিতায় পিআর এ্যাওয়ার্ডসে তৃতীয় স্থান অধিকার করায় রুয়েট পরিবারের পক্ষ ক্ষেকে টিমের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
গত ৮ থেকে ১৩ সেপ্টেম্বর জাপানের ‘আইচি স্কাই এক্সপো’ (Aichi Sky Expo) ভেন্যুতে অনুষ্ঠিত এই সম্মানজনক প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯০ টি শিক্ষার্থী দল অংশ্র গহণ করেন।
এতে সমগ্র দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি হিসেবে রুয়েটের এই টিম অংশ নেয়। দলটি এবার অংশ নিয়েছিল তাদের নতুন প্রকল্প ‘সিপি-এ্যাস্ট্রিয়ন’ (CP– Astrion) নিয়ে।
উন্নত ব্যাটারি প্রযুক্তি, লাইট ওয়েট কম্পোজিট বডি এবং এরোডায়ানামিক উইং সমন্বিত এই গাড়িটি এরই মধ্যে আন্তর্জাতিক মানদন্ড যাচাই করা হয়েছে।
বিশ্বখ্যাত প্রতিষ্ঠান টেসলা সরাসরি তাদের ব্যাটারি প্রযুক্তি স্পন্সর করেছে।
এদিকে রুয়েটের উদ্ভাবনী এই টিম আন্তর্জাতিক পরিমÐলে জায়গা করে নেয়ায় টিমের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এ বিষয়ে উপাচার্য বলেন, ‘রুয়েট বরাবরই উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহ দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের পাশাপাশি বিশ্ব পরিমন্ডলে তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। ‘টিম ক্র্যাক প্লাটুন’ আন্তর্জাতিক মঞ্চে নিজের জায়গা সুদৃঢ় করায় রুয়েট পরিবার আজ গর্বিত। তাদের সৃজনশীলতা ও উদ্ভাবিত প্রযুক্তি মানব সভ্যতাকে বিকশিত করবে এবং রুয়েটের পাশাপাশি বাংলাদেশের নাম উজ্জ্বল করবে।’
প্রসঙ্গত, রুয়েট শিক্ষার্থীদের এই টিম এর আগে ২০১৬ সালে ‘কোয়াড বাইক চ্যালেঞ্জ’, ২০১৭ ও ২০১৯ সালে ‘ফরমুলা এসএই জাপান’, ২০২৩ সালে ‘ফরমুলা এসএই সুইজারল্যান্ড’ এবং ২০২৪ সালে ‘ফরমুলা ভারত’ এর মত আন্তর্জাতিক প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে সাফল্যের অর্জন করেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.