BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র : জার্মান প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন পররাষ্ট্র নীতির তীব্র সমালোচনা করেছেন। বিশ্বকে আহ্বান জানিয়েছেন, বিশ্বব্যবস্থাকে ‘ডাকাতের আস্তানায়’ ছেড়ে না দিতে।

গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের মতো পদক্ষেপের কথা উল্লেখ করে জোরালো মন্তব্য করে তিনি বলেন, বিশ্বব্যাপী গণতন্ত্রের উপর আগের চেয়ে বেশি আক্রমণ করা হচ্ছে।

রয়টার্স বলছে, যদিও জার্মান প্রেসিডেন্টের ভূমিকা মূলত আনুষ্ঠানিক, তারপরও তার কথার কিছুটা গুরুত্ব রয়েছে এবং রাজনীতিবিদদের তুলনায় তার মতামত প্রকাশের স্বাধীনতা বেশি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে স্টেইনমায়ার বলেন, তারপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যবোধের ভাঙন শুরু হয়েছে, যারা এই বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছে।

তিনি বলেন, ‘এটি বিশ্বকে ডাকাতদের আড্ডায় পরিণত হওয়া থেকে বিরত রাখতে হবে। যেখানে সবচেয়ে অসাধুরা যা খুশি তাই নিয়ে যায়, যেখানে অঞ্চল বা সমগ্র দেশকে কয়েকটি বৃহৎ শক্তির সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয়।’

হুমকিপূর্ণ পরিস্থিতিতে সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন এবং ব্রাজিল এবং ভারতের মতো দেশগুলোকে বিশ্বব্যবস্থা রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। বলেন প্রেসিডেন্ট। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ