বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ এর অভিষেক অনুষ্ঠিত

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ একাডেমীর মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ-এর অভিষেক, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এবং উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কবি ও প্রাবন্ধিক ড. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জীদী।
বিশেষ অতিথি ছিলেন, গীতিকার ও কবি আব্দুল আউয়াল পিপিএম, সিনিয়র সাংবাদিক রফিকুজ্জামান, সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, সমাজসেবক ফজলুল হল হক টিটু, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উৎস প্রকাশনের স্বত্বাধিকারী ও সিলেট নাগরীবিদ মোস্তফা সেলিম, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর প্রমুখ।
সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলা শুভেচ্ছা বক্তব্য দেন, এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবা বেগম স্বাগত বক্তব্য প্রদান করেন। এছাড়া বক্তব্য রাখেন কবি শেলী সেলিনা, কবি এস এম শাহনূর, এডভোকেট একে এম ফজলুল হক, কবি অ্যাডভোকেট আব্দুল হক চাষী, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি জালাল উদ্দিন নলুয়া, কবি মামুন চৌধুরী, কবি আব্বাস আবদুল কালাম, কবি মাহাবুবা রহমান লাকী, অধ্যাপক হাসনা হেনা, কবি শাহ আলম মিয়া, কবি রায়হান সাগর, কবি শারাবান তহুরা, মীর্জা আশরাফ, লেখক আবদুল হালিম খান, শাহাদাত জয়, কবি বিনয় মন্ডল, কবি শামীমা আফরোজ নিয়াজ রায়হান সাগর ও পন্ডিত কার্তিক কর্মকার। আবৃত্তি করেন বাচিক শিল্পী ইশরাত শিউলী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সহসাধারণ সম্পাদক বিনয় মন্ডল এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক শামিমা আফরোজ হ্যাপী।
বিশেষ উল্লেখযোগ্য, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারজনকে আজীবন সম্মাননা এবং পাঁচজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব কবি ও প্রাবন্ধিক ড. শফিকুল ইসলাম, গীতিকার আব্দুল আউয়াল ও সমাজসেবক ফজলু হল হক টিটু।
বিশেষ সম্মাননা পেয়েছেন, বিশিষ্ট সাংবাদিক লায়ন সালাম মাহমুদ, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কবি মামুন চৌধুরী, ফ্যাশন ডিজাইনার সানাইয়া চৌধুরী এবং সংগঠক জাকির হোসেন জিতু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গীতিকার আব্দুল আউয়ালের সভাপতিত্বে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে দেশের গুণী কবি ও সংগীত শিল্পীরা মনোগ্রাহী পরিবেশনায় উপস্থিত ছিলেন। শিল্পী মাহবুবা লাকী, শামীমা আফরোজ, বাউল ছালমা, কাব্যিক পলাশ, শিল্পী শাহরীনা, শিল্পী সুমন মুস্তাফিজ প্রমুখ সংগীত পরিবেশন করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.