বিশ্ববাঙালি সংসদের সাহিত্য-সংস্কৃতি সম্মেলন আগামীকাল

ঢাকা প্রতিনিধি: আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল, ৩.০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি অফ বিজনেস স্ট্যাডিজ এর সম্মেলন কক্ষে বিশ্ববাঙালি সংসদের সাহিত্য-সংস্কৃতি সম্মেলন, ভারতীয় কবিদের সম্বর্ধনা, নাসরিন ইসলামের প্রামাণ্যচিত্র ‘স্বাধীনতার ডাক’ প্রদর্শন এবং বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদীর বিজ্ঞান সিরিজের চতুর্থ গ্রন্থ ‘চলো চঁদে যাই’র মোড়ক উন্মোচন,কবি ও গবেষক এস এম শাহনূর কে বিশ্ববাঙালি স্মারক সম্মাননা প্রদান, কবিতাপাঠ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক কবি ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সভাপতি- জাতীয় কবিতা পরিষদ। উদ্বোধন করবেন সংস্কৃতজন অধ্যাপক নিরঞ্জন অধিকারী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাকিব উদ্দিন ভূইয়া, সাবেক অতিরিক্ত সচিব ছড়াকার আলম তালুকদার, কবি ড. আমিনুর রহমান সুলতান, কথাসাহিত্যিক ইসহাক খান, ছড়াকার আনজির লিটন, বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, কবি গীতিকার আব্দুল আউয়াল, কবি ড. গৌরী ভট্টাচার্য্য, গবেষক সাব্বির জালালাবাদী, কবি সোলেমান খান, প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, কবি শাফাত শফিক, কবি নাহার ফরিদ খান, কবি রোকেয়া ইউসুফ প্রমুখ।
সভাপতিত্ব করবেন: লোকমান হোসেন পলা, সভাপতি, বিশ্ববাঙালি সংসদ- বাংলাদেশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.