বিশ্ববাঙালি সংসদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা ২৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার  বিকাল ৪টায় রাজধানীর ইস্কাটনস্থ আঞ্চলিক লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ-এর নবনির্বাচিত কমিটির (২০২৫–২০২৮) অভিষেক অনুষ্ঠান। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী অধ্যাপক ফেরদৌস আরা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট গবেষক ও প্রাবন্ধিক ড. সফিকুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম, গীতিকার ও কবি, উপদেষ্টা, বিশ্ববাঙালি সংসদ,ফজলুল হক টিপু, সমাজসেবক ও পাঠাগার আন্দোলনকারী, লায়ন সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ,মো. আবুল খায়ের স্বপন, সভাপতি, কসবা প্রেসক্লাব, শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন লোকমান হোসেন পলা, সভাপতি, বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ এবং স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক মাহবুবা বেগম, সাধারণ সম্পাদক, বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সংগঠনের প্রধান উপদেষ্টা, বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদী
সঞ্চালনায় থাকবেন: শামীমা ও এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যাআফরোজ হ্যাপী, বিনয় মন্ডল এবং সুরাইয়া আকতার চিশতী রিমা।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববাঙালি সংসদের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, যাঁদের মধ্যে রয়েছেন: মু. জালাল উদ্দীন নলুয়া, গবেষক মোস্তফা সেলিম, কবি অশোক ধর, কবি ও সাংবাদিক অনিমেষ বড়াল, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি রীনা তালুকদার।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হবে নিম্নোক্ত ব্যক্তিদের: অধ্যাপক ফেরদৌস আরা,মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম, ফজলুল হক টিপ, ড. সফিকুল ইসলাম।
বিশেষ সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন: লায়ন সালাম মাহমুদ, জাকির হোসেন জিতু, মডেল অব দ্য ইয়ার: সানায়া চৌধুরী, আবুল খায়ের স্বপন, মামুন চৌধুরী প্রমুখ।
উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যদের মাঝে মেডেল‘বিজ্ঞান সাহিত্য সাময়িকী – পূর্বাপর’ অভিষেক স্মারক প্রদান করা হবে। এছাড়া অতিথিদের সঙ্গে গ্রুপ ছবি তোলার আয়োজনও থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান, সভাপতিত্ব করবেন কবি ও গীতিকার মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম। এ পর্বে অংশ নেবেন অর্ধ শতাধিক কবি।সংগীত পরিবেশন করবেন, শিল্পী কাব্যিক পলাশসুমন মুস্তাফিজ, মাহবুবা বেগম শামীমা আফরোজ হ্যাপী, এবং বাউল সংগীত পরিবেশন করবেন: বাউল শিল্পী ছালমা হাসনাইন সাজ্জাদী। অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছে জনপদ নিউজ ২৪.কম এবং বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্র#

Comments are closed, but trackbacks and pingbacks are open.