বিশ্বকাপে লিওনেল মেসিকে পরামর্শ দিলেন ম্যারাডোনা

 

বিটিসি নিউজ ডেস্ক: বিশ্বকাপের বাঁশি বেজে উঠেছে। আর গোটা বিশ্ব সেই উন্মাদনায় ভাসছে। ভক্তরা কেউ লিওনেল মেসি, কেউ নেইমার, রোনালদো-সালাহদের নিয়েও মজেছে। তবে লিওনেল মেসিকে বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল নিয়ে। কিন্তু বিশ্বকাপের আগে সাবেক গুরু ও ফুটবল জাদুকর জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে সুপরামর্শই পেলেন লিওনেল মেসি।

কারও কথায় কান না দিয়ে খেলা উপভোগ করা। যত দিন সম্ভব খেলা চালিয়ে যাওয়ার মন্ত্র দিলেন ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, আমি লিওনেল মেসিকে কোনো কিছু না ভেবে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেব। নিজের খেলা উপভোগ করতে বলব। ও বিশ্বকাপ জিতুক বা না জিতুক, সমালোচকদের কথায় কান দেয়ার দরকার নেই। আর্জেন্টিনা বা বিশ্ব ফুটবল কারও কাছে লিওনেল মেসির নতুন করে কিছু প্রমাণ করার নেই।

তবে আমি আর্জেন্টিনা দলের অনেক ফুটবলারকে জানি। আমি নিশ্চিত ওরা নিজেদের সবটুকু উজাড় করে দেবে। আমার মনে হয় ওদের চ্যাম্পিয়ন হওয়ার ভালো সুযোগ আছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.