বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখলো নেদারল্যান্ডস

বিটিসি স্পোর্টস ডেস্ক: ডিএলএস পদ্ধতিতে ওমানকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখলো নেদারল্যান্ডস। তবে আজ স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ে জিতলে দেশটির বিশ্বকাপে খেলার আশা শেষ হয়ে যাবে। আর স্কটল্যান্ড জিতলে টিকে থাকবে সম্ভাবনা। 
হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে বিক্রমজিৎ সিংয়ের ১১০ ও ওয়েসলি বারেসির ৯৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩৬২ রান করে নেদারল্যান্ডস।
জবাবে ১৪ ওভারে ৭৮ রানে ৩ উইকেট হারায় ওমান। জয়ের জন্য শেষ ৩০ বলে ১২৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্য ছিল ওমানের সামনে।
আলোকস্বল্পতায় ৪৪ ওভার শেষে ডিএলএস নিয়মে শেষ পর্যন্ত ৭৪ রানে জয় নিশ্চিত হয় নেদারল্যান্ডসের।
ডাচদের হয়ে আরিয়ান দত্ত ৩১ রানে নেন ৩ উইকেট।
এবার বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স থেকে আগেই চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা।  আরও একটি দল বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট পাবে। সেটি ঠিক হয়ে যেতে পারে আজ জিম্বাবুয়ে-স্কটল্যান্ড ম্যাচে। জিম্বাবুয়ে জিতলে ৫ ম্যাচে তাদের সংগ্রহ হবে ৮ পয়েন্ট।
সেক্ষেত্রে তখন তৃতীয়স্থানে থাকা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.