বিশ্বকাপের বাজারে আসছে নয়া ‘ব্রথেল’, যৌনতায় ভিন্ন স্বাদ যোগাতে হাজির রাশিয়ায়

 

বিটিসি নিউজ ডেস্ক: বিশ্বকাপে রাশিয়া কীভাবে সেজে উঠেছে তা নিয়ে রীতিমতো উৎসাহিত ফুটবলপ্রেমী জনতা ৷ বিশ্বকাপের জন্য অবশ্য একেবারেই নয়া এক জিনিস বাজারে আনতে চলেছে রাশিয়া ৷

এই ধরণের মেগা ইভেন্টে প্রচুর পরিমাণে পর্যটক দেশে আসেন ৷ আয় হয় প্রচুর বিদেশি মুদ্রার ৷ চাঙ্গা হয়ে ওঠে অর্থনীতি ৷ এই সময়ে বিভিন্ন দেশের যৌনপল্লীরও প্রচুর রোজগার হয় ৷ তবে এবার এই যৌনসুখের যোগান দিতে মস্কোয় এক অভিনব ‘ব্রথেল’ নিয়ে আসা হচ্ছে ৷

বিশ্বের প্রথম রোবোটিক ব্রথেল তৈরি হয়েছে মস্কোতে ৷ এর জেরে যৌনপল্লীর কর্মীরা নিজেদের পেশা নিয়ে ক্ষতির সামনেও দাঁড়াতে পারেন ৷ মানুষরূপী এই রোবটগুলিকে পুরোপুরি মানুষের ফিল দিয়েই তৈরি করা হচ্ছে ৷ আর ‘মওকা পে চওকা’মারতে বিশ্বকাপের বাজারেই বিশাল অর্থ বিলগ্নীকরণ করে যে রোবোটিক ব্রথেল তৈরি করা হয়েছে তা খুলে দেবে সাধারণ মানুষের জন্য ৷

মস্কোর বিজনেস ডিস্ট্রিক্টে তৈরি এই ব্রথেলের নাম ‘দ্য ডলস হোটেল ’৷ এই ব্রথেলে গেলে ঘন্টা পিছু খরচও সাধারণ ভ্রমণার্থীদের সামর্থ্যের কথা মাথায় রেখে কমেই বেঁধে দিয়েছেন এমনটাই জানিয়েছেন ব্রথেল মালিকরা ৷ ঘন্টা প্রতি ২৪ থেকে ৪০ ডলার খরচ হবে এই যৌনালয়ে ৷ যা ভারতীয় মুদ্রায় ১৬০০ – ২৮০০ টাকা প্রতি ঘন্টা ৷

তবে যন্ত্রচালিত এই যৌনকর্মীদের সঙ্গে যৌনসুখ ভোগ করার আগে অবশ্য মানুষের মধ্যে চাহিদা যেরকম থাকবে, তেমনি অভিনব এই বিষয় নিয়ে নানারকম প্রশ্নও থাকবে ৷#

Comments are closed, but trackbacks and pingbacks are open.