বিশ্বকর্মা পুজো, কোথাও চলছে তোড়জোড়, কোথাও হতাশা (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: সাম্প্রতিক করোনা পরিস্থিতির কোপে অনেকে কর্মহীন ও কর্ম হারা হলেও বিশ্বকর্মা আসছেন প্রত্যেক বছরের মতো এবছরেও সঠিক সময়ে।
বিশ্বকর্মা পুজো কুমোর বাড়িতে চলছে বিশ্ব কর্মাকে সাজিয়ে তোলার জোরকদমে প্রস্তুতি।
কেউ আঁকছেন চোখ, কেউ পড়াচ্ছেন অঙ্গের গহনা, আবার কোথাও রং বা অঙ্গ সজ্জা চলছে জোর কদমে প্রস্তুতি।
তবে আমাদের সংবাদ মাধ্যম কর্তৃক প্রশ্নের উত্তরে কোনো মৃৎ শিল্পী জানালেন এই বার আসার আলো দেখতে পাচ্ছেন কাজের মধ্যে, আবার কেউ জানালেন গত বারের তুলনায় ঠাকুরের অর্ডার কম, আবার বেশ কিছু মৃৎ শিল্পী জানাচ্ছেন ঠাকুর পুজো করার তেমন লোক নেই সেই কারণে নতুন  অর্ডার আসবে কিভাবে ! আমরা এক নজরে দেখে নেবো বেশ কিছু মৃৎ শিল্পীর বক্তব্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.