BTC News | বিটিসি নিউজ

বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি – পরিসংখ্যান দিবসে বিভাগীয় কমিশনার

বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি – পরিসংখ্যান দিবসে বিভাগীয় কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, সব মানুষের জন্য কোননা কোন উপাত্ত দরকার, তবে বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি। সব মানুষের সব তথ্য হয়তো কাজে লাগেনা।

আজ সোমবার (২০ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, অনেক ক্ষেত্রে উপাত্তের চেয়েউদ্দেশ্য গুরুত্বপূর্ণ হয়।

এ প্রসঙ্গে চলমান টিকাদান ক্যাম্পেইনের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ ক্যাম্পেইন উপলক্ষে কত গুলো অ্যাডভোকেসি সভা হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কত জন শিশু এ ক্যাম্পেইন থেকে টিকা পেল। এসময় তিনি যে কোনো কাজের উদ্দেশ্য অনুধাবন করে সে অনুসারে কাজ করার ওপর গুরুত্বারোপকরেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক মো. আব্দুল হালিম এবংমূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আইয়ুবআলী।

সভায় বক্তাগণ জরিপ কালে জনগণকে সঠিক তথ্য প্রদানের অনুরোধ জানিয়ে দক্ষ লোক বল দিয়ে তথ্য সংগ্রহে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, স্থানীয় সরকার পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, আরএমপির অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় হতে শুরু হয়ে প্রধা নপ্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, পিআইডি, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সিংড়ায় ছুরিকাঘাতে যুবক খুন কক্সবাজারে পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেপ্তার-৫ গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই : তথ্য উপদেষ্টা বড়াইগ্রামে অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই, নগদ ১০ লাখ টাকাসহ ত্রিশ লাখ টাকার সম্পদ ভস্মিভৃত আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে – দুলু প্রায় ১০ হাত লম্বা লম্বা গলায় ফাঁস লাগানো একটি মৃত কুমিরের দেহ উদ্ধার এলাকার উন্নয়নে সকলে মিলে কাজ করতে চাই — মহিত তালুকদার রাজশাহী’র লক্ষিপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে দুই শ্রমিকের মৃত্যু: নিরাপত্তা ব্যবস্থার চরম অবহেলা বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু! বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার